Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০১৭, ১৮:৪২

লাইভ প্রতিবেদক: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৮.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মিলিতভাবে শোক র‌্যালি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক সমূহে প্রদক্ষিণ করে।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ শাহরিয়ার কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মঈনুদ্দীন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ বি এম রাশেদুল হাসান, আমন্ত্রিত অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আফতাব আলী ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম কলংকময় হত্যাকান্ড হচ্ছে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ড। স্বপরিবার বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে হত্যাকারীদের প্রতি ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

ঢাকা, ১৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ