Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৪ দফা দাবী আদায়ে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ২২:২২


রাবি লাইভ: বাসের ট্রিপ ও আবাসিক হলে খাবারের মানবৃদ্ধি সহ ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে ও ইসলামিক ইস্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ মোন্নাফের সঞ্চালনায় ও মানববন্ধনে বক্তব্য রাখেন, গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব, নৃবিজ্ঞান বিভাগের শাহরীয়ার আলম, অর্থনীতি ২য় বর্ষের ইস্তিয়াক আহম্মেদ, রসায়নের শুভ, রাষ্ট্রবিজ্ঞানের মহুয়া মিতু প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে তবে শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা বাড়ানো হয়নি। অপর্যাপ্ত বাস গুলো আটটি ট্রিপে বিভিন্ন রুটে চলাচল করত। সেটাকে কমিয়ে ৪ ট্রিপে আনা হয়েছে। এতে ভোগান্তি এবং উপচে পড়া বাসে জীবনের ঝুঁকি নিয়ে বাসে চলাচল করতে হয় আমাদের।

আবাসিক হলে যে খাবার দেওয়া হয় সে খাবার খেয়ে বেচেঁ থাকায় কঠিন। এ খাবার খেয়ে পড়াশুনা খুবই কষ্টকর। লাইব্রেরির সমস্য নিয়ে বলেন, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ি আমাদের সব ক্রয় করা সম্ভব হয়না।

লাইব্রেরিতে খাতা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়না। নামে মাত্রই এসি ও জেনারেটর লাগানো আছে, সে গুলোর ব্যবহার হয়না। বিশ্ববিদ্যালয় কতৃক্ষের কাছে আবেদন অনতিবিলম্বে আমাদের এ দাবিসমূহ মেনে নিবেন বলে আশা করছি।

 

ঢাকা, ২৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ