Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রক্সি দিতে গিয়ে গ্রেফতারকৃত রাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ১৯:১৭

 

রাবি লাইভ: প্রক্সি দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের গ্রেফতারকৃত নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

গত শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ববিস্কৃত ছাত্রলীগ নেতার নাম সাব্বির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. সাব্বির হোসেনকে (যুগ্ম সাধারণ সম্পাদক, রাহশাহী বিশ্ববিদ্যালয় শাখা)শৃঙ্খলা ভঙের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহীর মোহনপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি (পাস) পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে যান সাব্বির। এ সময় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে মোহনপুর থানায় অবগত করেন।

ওই দিন রাত ১১টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন সকালে ‘পাবলিক পরীক্ষায় জালিয়াতির মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত- (১), রাজশাহীতে নেয়া হলে আদালত সাব্বিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ ব্যাপারে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ