Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবিতে সংঘর্ষ: ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৭, ২১:৩৯

 

লাইভ প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের এই ঘটনা ঘটে। গত সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। 

ওই ঘটনায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে মঙ্গলবার তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করে। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। 

বিহিস্কৃতরা হলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ ও আব্দল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ কামাল তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। 

এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে কারন দর্শানোর জন্যেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

এ বিষয়ে জানার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সাধারন সম্পাদক ওয়ালী উল্লার মুঠোফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ