Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি প্রো-ভিসির পদ পূরণের দাবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ২০:৪৯


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত চার মাস ধরে শূন্য থাকা প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ পূরণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ দাবি জানান।

এসময় বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার মাস ধরে শীর্ষ দুই পদ শূণ্য আছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে অর্থনৈতিক কর্মকান্ডে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রো-ভিসির মেয়াদ শেষ হয়। তবে টানা ৪৭ দিন ভিসি ও প্রো-ভিসি পদ শূণ্য থাকার পর গত ৭ই মে বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ভিসি হিসাবে প্রফেসর এম আব্দুস সোবহানকে নিয়োগ দেন। ভিসির পদ পূর্ণ হলেও শূণ্য থেকে যায় প্রো-ভিসির পদ।

এর আগে ৪ই মে শূণ্য হয় কোষাধ্যক্ষের পদও। সেই থেকে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূণ্য রয়েছে।

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ