Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে সাপ্তাহিক ছুটি শুক্র-শনি

প্রকাশিত: ৩ জুলাই ২০১৭, ২৩:৩৭


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্র-শনি দুইদিন সাপ্তাহিক ছুটি ও অফিস সময়সূচী পরিবর্তন করে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত করা হয়েছে। আগামি ১৬ জুলাই থেকে কার্যকর নতুন এই নিয়ম কার্যকর করা হবে।
রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার ও শনিবার। এদিকে অফিস সময় সকাল ৮টা থেকে ২টার পরিবর্তে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নের বিরতি জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনাটি আগামী ১৬ জুলাই রোববার থেকে কার্যকর হবে।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর এম এ বারী ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এই সিদ্ধান্ত ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি সিন্ডিকেটের মাধ্যমে গৃহীত হয়। তারই আলোকে আগামী ১৬ জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।’


সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রুহুল আমিন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এটা শিক্ষকদের দীর্ঘদিনের দাবী ছিল। আর তাছাড়া অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এই নিয়ম কার্যকর আছে।’


অবশ্য এই সিদ্ধান্তের সাথে ভিন্নমত পোষণ করে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমশ্রী দাস ক্যাম্পাসলাইভকে বলেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার প্রতি প্রেসার বাড়বে। শিক্ষার্থীরা সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম থেকে দূরে সরে যাবে বলে আমরা অশঙ্কা করছি।

 

 

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ