Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রুয়েটের হলে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ২৩:৪৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রুয়েট লাইভ: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলে তানভীর আহমদ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ মে) দুপুরে তিনি শহীদ শহীদুল্লাহ হলের নিজ রুমে তিনি আত্মহত্যাচেষ্টা করেন। পরে সহপাঠীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর আহমেদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম তার মৃত্যুর তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তানভীর রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলের ৩৫৫ নম্বর কক্ষে থাকতেন। তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজ কক্ষে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসক জাহিদুল ইসলাম আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ