Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

হিমেলকে নিয়ে কথা রাখেনি রাবি প্রশাসন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪১

নিহত মাহবুব হাবিব হিমেল

রাবি লাইভ: ২০২২ সালের ১লা ফেব্রুয়ারী রাতে বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে ব্যবহৃত বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হৃদয়কে নাড়া দিয়েছিল। প্রশাসন বাধ্য হয়ে উত্তেজিত শিক্ষার্থীদের সকল দাবি- দাওয়া মেনে নিয়েছিল। তবে মৃত্যুর এক বছর হলেও প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দূর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। বারাবার অবহিত করার পরেও হিমেলের স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হিমেলের সহপাঠী ও শিক্ষকরা।

আজ বুধবার (১ ফেব্রুয়ারী) মৃত্যুবার্ষিকীতে হিমেলের স্মরণে সকাল ১০টায় শহীদ হবিবুর রহমান মাঠ সংলগ্ন দুর্ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংস্কৃতি জোট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা)।

দুর্ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ

পুষ্পস্তবক অর্পণ শেষে দূর্ঘটনাস্থলে শহীদ হিমেলের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে জোটের সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর অমিত কুমার দত্ত বলেন, হিমেল মৃত্যুর এক বছর হলেও এখানে কোন স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। অথচ প্রশাসন সেটা নির্মাণের আশ্বাস মৃত্যুর পরদিই দিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর এভাবে মৃত্যু খুবই দুঃখজনক। এধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সচেষ্ট থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবী জানান।

একই দাবি জানিয়ে শহীদ হিমেলের সংগঠন রুডার সভাপতি মো. মনির হোসাইন বলেন, সেদিন হিমেলের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হৃদয়কে নাড়া দিয়েছিল। প্রশাসন বাধ্য হয়ে উত্তেজিত শিক্ষার্থীদের সকল দাবি মেনেও নিয়েছিল। কিন্তু তাঁর মৃত্যুর এক বছর হলেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। অথচ প্রশাসন নিজেই এটা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। বিষয়টি নিয়ে পরবর্তীতেও প্রশাসনকে জানানো হয়েছিল। তাই অবিলম্বে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানাই।

স্মৃতিস্তম্ভ নির্মাণের অগ্রগতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, হিমেল যেখানে মারা গেছে সেখানে স্মৃতিস্তম্ভ করা হবে। আমরা চারুকলা অনুষদের সাথে আলোচনা করে পরিকল্পনা নিব। আসলে আমরা ত একা কোন সিদ্ধান্ত নিতে পারি না।


এদিকে, হিমেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশনের (রুডা) আয়োজনে ড. মমতাজউদ্দিন কলা ভবনে স্মরণসভা এবং সন্ধ্যা ৬টায় দূর্ঘটনাস্থলে প্রদীপ প্রজ্জ্বল করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংস্কৃতিক জোট।


ঢাকা, ১ ফেব্রুয়ারী (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসকে//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ