teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৫শে মার্চ ২০২৩, ১১ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

রাবির ১০৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ১৯:০৩

রাবিতে শিক্ষামন্ত্রী

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের কৃতী ১০৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ (সোমবার) (৩০ জানুয়ারি) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা কাজী নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেন তিনি।

এরআগে ,দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে এসে উপস্থিত হন দিপুমণি । এসময় তাকে ফুল স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

রাবিতে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

এবারে বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে চারুকলা, প্রকৌশল, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিকবিজ্ঞান, আইন, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং কলা অনুষদের ৯৬ জনকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যংক’, দর্শন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের ২ জন শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ প্রদান করা হয়।

 

ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ