Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com
বিশ্বকাপ উন্মাদনায় ক্যাম্পাস...

ছাগল নিয়ে রাবির আর্জেন্টাইন সমর্থকদের মিছিল

প্রকাশিত: ১৯ ডিসেম্বার ২০২২, ০৪:০১

রাবির আর্জেন্টাইন সমর্থকদের ছাগল নিয়ে মিছি

রাবি লাইভ: কাতার গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা বিশ্ব। এবারের আসরে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল।

এদিকে কাতারের বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল সমর্থকরা। যে যার পছন্দের দলকে এগিয়ে রাখছে। মেসির হাতেই উঠবে কি এবারের বিশ্বকাপ নাকি টানা দ্বিতীয়বারের মত শেষ হাসি ফ্রান্স হাসবে এটা নিয়েই চলছে চুল চেরা বিশ্লেষণ। যদিও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাবার পর উন্মাদনা অনেকটাই ফিকে হয়ে গেছে।

এবারের আসরে সেরা দুই দলই মাঠে নামছে। তবে মেসির হাতেই উঠবে এবারের আসরের কাপ এমনটাই মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকেরা।

এ উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের হয়ে প্যারিস রোড দিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়।

প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা বলেন, আজ বিশ্বকাপ জিতে মেসি বিশ্বকাপ জয়ের ইচ্ছাকে পূরণ করবে। বাংলাদেশ থেকে প্রিয় দলের প্রতি যে পরিমাণ দোয়া আছে অবশ্যই আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। প্রিয় দল আজ নতুন চমক দেখাবে বলে আমরা আশাবাদী।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের নেতাকর্মী, সব অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব ও ব্রাজিল ফ্যানস ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ট্রাইব্রেকারে ব্রাজিল ফ্যানস ক্লাবকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা ফ্যানস ক্লাব।

ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ