
রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যকরী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে এক হাজার ৬৮ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদা প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনের বিষয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনই সাধারণত সোহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আশা করি এবারও এর ব্যতিক্রম হবে না।
ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: