Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার

প্রকাশিত: ৭ ডিসেম্বার ২০২২, ০৭:১৮

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে সেমিনার

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজ মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ইলিয়াছ হোসেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ফারহাত তাসনীমের সভাপতিত্বে ‘Political Ideas of Rabindranath Tagore’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত প্রফেসর সুব্রত মুখার্জী।

অনুষ্ঠানে ভিসি প্রফেসর সুব্রত মুখার্জীকে বিভাগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট উপহার দেন।

সেমিনারে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, বঙ্গবন্ধু প্রফেসর সনৎকুমার সাহা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ