Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
সেবা আটকে আছে প্যারাসিটামল ও ইনজেকশনেই...

রাবি চিকিৎসা কেন্দ্রে সেবার মান বৃদ্ধির উদ্যোগ

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০২২, ০৭:৫৭

রাবির চিকিৎসা কেন্দ্র

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের সেবার মান নিয়ে অভিযোগের শেষ নাই। যেকোনো চিকিৎসায় প্যারাসিটামল ও ইনজেকশনেই সেবা আটকে রয়েছে। এছাড়াও বিশেষ রোগে চিকিৎসা দিতে নেই বিশেষজ্ঞ ডাক্তার।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৮ হাজার শিক্ষার্থীর চিকিৎসা সেবা দিতে মেডিকেল সেন্টারে চিকিৎসকের ৩৬টি আসন থাকলেও মেডিকেল সেন্টারে বর্তমানে ডাক্তার রয়েছেন মাত্র ১৮ জন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় শিক্ষার্থীদের চিকিৎসা দিতে বিড়ম্বনায় পড়ছেন কর্মরত চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

এদিকে মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপদেষ্টা কমিটির সভাপতি ও প্রো ভিসি প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম প্রধান চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসক ও টেকনিসিয়ানদের সাথে মতবিনিময় করেন।

এসময় প্রো- ভিসি চিকিৎসা কেন্দ্রের সীমাবদ্ধতাসমূহ কাটিয়ে বর্তমান সুবিধাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এর সেবার মান বাড়ানো এবং আরো সেবাগ্রহীতাবান্ধব করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রের উন্নয়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্যও নির্দেশনা দেন।
আলোচনায় অন্যদের মধ্যে রাবি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ