Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
প্রথম বর্ষের ক্লাস শুরু কাল...

রাবিতে র‌্যাগিংয়ের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা!

প্রকাশিত: ১ নভেম্বার ২০২২, ০৪:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। তবে আসন ফাঁকা থাকায় এ, বি ও সি ইউনিটের অধীন উত্তীর্ণদের ভর্তির তারিখ ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে ক্যাম্পাসলাইভকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর ভর্তি কার্যক্রম ৮ নবেম্বর পর্যন্ত চলবে।'

এদিকে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং বন্ধে সোচ্চার বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে প্রক্টর প্রফেসর আসাবুল হক ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমাদের পূর্বের যে নিয়ম ছিলো সেটাই রয়েছে। আমরা র‍্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার। যদি কোন নবীন শিক্ষার্থী আমাদেরকে অবগত করে তাহলে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। সেইসাথে র‍্যাগিং বন্ধে ক্যাম্পাসে মাইকিং ব্যবস্থা করব। কেউ র‌্যাগিং করলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে।'

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ