Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
কঠোর হুঁশিয়ারি বাদশার...

'লাশ নিয়ে পালিয়ে গেলেন কেন? ডেড বডি তুলে পোস্টমর্টেম করা হোক'

প্রকাশিত: ২৩ অক্টোবার ২০২২, ০৭:১৬

ফজলে হোসেন বাদশা

রাবি লাইভ: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য, রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাবির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, পোস্টমর্টেম না করে লাশ নিয়ে পালিয়ে গেলেন কেন? তাহলে বলতে পারি, হত্যা করে আপনারা এনেছিলেন, আর পরিবারকে হুমকি দিয়ে আপনারা পোস্টমর্টেম ছাড়াই ডেড বডি নিয়ে গেছেন। আমরা হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আমরা চাই, কবর থেকে ডেড বডি তুলে পোস্টমর্টেম করা হোক। একইসাথে ঘটনার সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবিও জানান তিনি।

শনিবার (২২ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন সংসদ সদস্য।

ইন্টার্ন চিকিৎসকদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বাদশা বলেন, আগামী ২৬ তারিখে এই হাসপাতালের পরিচালনা পর্ষদ বসব। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, এর একটা সুষ্ঠু তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করে গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেওয়া, দুষ্কৃতকারীদের গ্রেফতার করা ও তাদের হামলায় ইন্টার্ন চিকিৎসকদের যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে এর বিচার দাবি করছি। সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য একটা সুন্দর পরিবেশেরও দাবি করেন তিনি।

ফজলে হোসেন বাদশা আরো বলেন, গভীর রাতে প্রতিকূল মুহুর্তে ইন্টার্ন চিকিৎসকরাই চিকিৎসা দিয়ে থাকেন। তাদের স্বাস্থ্য সেবার উদাহরণ করোনাকালীন সময়ে তাদের ভূমিকা। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পদক পেয়েছে। এই মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ঘাড়ে একটি মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

পত্রিকার রেফারেন্স দিয়ে বাদশা বলেন, ‘পত্রিকায় বলছে, ‘মগজ হবিবুর রহমান হলে আর আহত ব্যক্তি হাসপাতালে।’ যার মগজ পড়ে আছে হবিবুর রহমান হলে সেই রোগীর পালস কি ইমার্জেন্সিতে পাওয়া যেতে পারে? এটা কি হতে পারে? এটা মিথ্যাচারীতা।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বলি, যারা হত্যাকারি তারাই তুলে নিয়ে এসে এখানে নাশকতা চালিয়েছে, ইন্টার্ন চিকিৎসক, মহিলা চিকিৎসক ও নার্সদের উপর পর্যন্ত আক্রমণ করেছে। রোগীদের চিকিৎসা সেবাকে বিপর্যস্ত করেছে। এটা প্রমাণিত যে, শাহরিয়ারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার পালস ছিল না, এটা প্রমাণিত হয়ে গেছে বলেও দাবি করেন এই সংসদ সদস্য।’

প্রশ্ন রাখেন, ‘পোস্টমর্টেম না করে লাশ নিয়ে পালিয়ে গেলেন কেন? তাহলে বলতে পারি, হত্যা করে আপনারা এনেছিলেন, আর পরিবারকে হুমকি দিয়ে আপনারা পোস্টমর্টেম ছাড়াই ডেড বডি নিয়ে গেছেন। আমরা হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আমরা চাই, কবর থেকে ডেড বডি তুলে পোস্টমর্টেম করা হোক।’

পুলিশের উদ্দেশ্যে ওয়ার্কার্স পার্টির নেতা বলেন, ‘সেই রাতে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল তাদের সবার ভিডিও ফুটেজ বহু জায়গায় আছে। তাদেরকে চিহ্নিত করা হোক, তারা কে? কি তাদের পরিচয়? তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? কেন ইন্টার্নি চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে? সেটা খতিয়ে দেখা দরকার।’

হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি বলেন, ‘আমাদের এই হাসপাতাল শুধু রাজশাহী জেলার মানুষের চিকিৎসা করে না। পার্শ্ববর্তী দশটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা করে এই হাসপাতাল। এই হাসপাতালকে ভেঙেচুরে বিপর্যস্ত করতে চেয়েছে।’ ‘যারা হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হোক। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে তাদের বের করে নিয়ে এসে তাদের মুখ থেকেই স্বীকারোক্তি আদায় করা হোক, এই হত্যাকারী কে? অন্যায়কারী কে? কেন তারা এই ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল' সেই প্রশ্নও রাখেন বাদশা।

মানববন্ধনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, বিএমএ রাজশাহী শাখার সভাপতি ও রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহী শাখা সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর এবং ভাঙচুরের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের কয়েছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হচ্ছে বলে জানা গেছে। নগরীর রাজপাড়া থানায় মামলার এজাহার দাখিল দিয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকদের মারধরের প্রতিবাদ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করে ইন্টার্ন চিকিৎসকরা।

ঢাকা, ২০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ//ওএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ