Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে পরিবহন সংকট, ট্রিপ ও রুট বাড়ানোর দাবি

প্রকাশিত: ২১ অক্টোবার ২০২২, ০৩:৫৫

পাঁচ-দফা দাবিতে মানববন্ধন

রাবি লাইভ: পরিবহনের ট্রিপ ও রুট সংখ্যা বাড়ানোসহ পাঁচ-দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্রমৈত্রী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে বাসের ট্রিপ ও রুট সংখ্যা বাড়ানো, পরিবহন খাতের হিসাব দেয়া, যাত্রী ছাওনি নির্মাণ, পরিবহন চত্বর সংস্কার ও পরিবহনে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া।

মানববন্ধনে নেতারা জানান, জ্বলানী সংকটের অজুহাত দেখিয়ে বাসের ট্রিপ সংখ্যা কমানো হয়েছে। তবে শিক্ষার্থীদের থেকে পরিবহন ফি কমানো হয়নি। এদিকে ট্রিপ কমানোয় একজন শিক্ষার্থীর ১০টায় ক্লাস হলেও তাকে সকালের বাসেই ক্যাম্পাসে আসতে হচ্ছে। যেখানে জ্বালানী সংকট সমাধানে অন্য দেশগুলো গণপরিবহন বৃদ্ধি করেছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় বাসের ট্রিপ কমিয়ে পরিবহনে লুটপাট করে যাচ্ছে প্রশাসন।

এমনিতেই শিক্ষার্থীদের খরচ বৃদ্ধি পেয়েছে সেখানে বাসের ট্রিপ কমিয়ে সেই খরচ আরও বেড়েছে। এছাড়াও পরিবহনে প্রয়োজনীয় লোকবল নেই। ম্যাকানিক কিংবা হেল্পার দিয়ে বাস চলানো হচ্ছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যাচ্ছে।

মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানের দাবি জানানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খন্দকার, সহ সাংগঠনিক তারিকুল হাসান ও সদস্য বাবলু হাসদাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ