Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিতে আসবেন আমেরিকান প্রশিক্ষক!

প্রকাশিত: ১৯ অক্টোবার ২০২২, ০৫:৩২

ভিসির সাথে সাক্ষাতকালে

রাবি লাইভ: ইংরেজী ভাষায় শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণ দিতে আমেরিকা থেকে প্রশিক্ষক আসার কথা বলেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা শার্লিনা হুসাইন-মরগ্যান। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভিসির সাথে সাক্ষাতকালে একথা জানান তিনি।

আলোচনায় রাবি ভিসি ফুলব্রাইট বৃত্তি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলোশিপ অপরচুনিটি ও সুশি কর্মসূচির আওতায় শিক্ষক ও গবেষকদের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে শার্লিনা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি জানান, অচিরেই একজন আমেরিকান প্রশিক্ষক রাবিতে ১০ মাসব্যাপী ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিতে আসবেন। এছাড়াও আমেরিকান বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির শিক্ষা, গবেষণা বৃদ্ধিসহ নানা কাজে সহযোগিতার কথা জানান তিনি।

এসময় রাবি প্রো- ভিসি প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, রাবি ইংরেজি বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ