Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবিতে ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০২২, ০৩:৫৫

পাবিপ্রবি

পাবিপ্রবি লাইভ: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ সোমবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

সেই সাথে আবেদন ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর দুপুর ১১টা ৫৯মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০/- টাকা। সেই সঙ্গে সার্ভিস চার্জ এবং আর্কিটেকচার বিভাগে আবেদনের ক্ষেত্রে ৩০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

জানা গেছে, এ বছর পাবিপ্রবিতে ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে সর্বমোট ৯২০টি আসন রয়েছে। এর মধ্যে 'এ' ইউনিটে ৬৭৫টি আসন, 'বি' ইউনিটে ১৩৫টি এবং 'সি' ইউনিটে ১১০টি আসন রয়েছে।

মেধা তালিকা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ