Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুই সাংবাদিককে মারধর, রাবিতে প্রতিবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বার ২০২২, ০৪:২৪

দুই সাংবাদিককে মারধর, রাবিতে প্রতিবাদ

রাবি লাইভ: রাজশাহীতে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেলকে মারধরের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যলয়ের লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজশাহী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শতাধিক সংবাদ কর্মী, শিক্ষক, ছাত্র নেতারা অংশ নেয়।
আন্দোলনকারীরা বলেন,সাংবাদিকদের উপর হামলার ঘটনা ও মামলা দায়েরের ৫ দিন পার হলেও পুলিশ নিরব ভূমিকা পালন করছে। অন্যদিকে একটি মহল মামলা আপোষের জন্য উঠেপড়ে লেগেছে।
সাংবাদিকরা হামলাকারী বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার,সঠিক তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন।

উল্লেখ্য,গত ৫ সেপ্টেম্বর নগরীর বিএমডিএ কার্যালয়ের সামনে সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা চালায় কর্তৃপক্ষ। মারধর করে ভেঙে ফেলে ক্যামেরা ও মাইক্রাফোন। এ ঘটনায় সাংবাদিক বুলবুল বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে রাজপাড়া থানায়।

ঢাকা, ১০ সেপ্টেম্বর(ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ