Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শুক্রবার পাবিপ্রবি সফরে আসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২২, ০৭:০৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পাবিপ্রবি লাইভ: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধুঃ বাংলাদেশ জাতি রাষ্ট্র-প্রতিষ্ঠার মহানায়ক' শীর্ষক আলোচনা সভায় যোগ দিবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এ তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নিতে শিক্ষামন্ত্রী ২৬ তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন। আমরা মন্ত্রীর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। একইদিনে তিনি বিশ্ববিদ্যালয়ের লেক এবং কেন্দ্রীয় মন্দিরের উদ্বোধনও করবেন।

শিক্ষামন্ত্রী ছাড়াও শোক দিবসের আলোচনা সভাতে স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও স্কয়ার ট্রয়লেটিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান জানান, শিক্ষামন্ত্রী এবং আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরবো। আশা করি উনি আমাদের দিক নির্দেশনা দিবেন। আমরা উনার দিক নির্দেশনা মত বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করবো।

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম//এএএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ