Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
প্রক্সিদাতার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ

রাবি 'এ' ইউনিটের ১ম হওয়া শিক্ষার্থীর ফল বাতিল

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২২, ২৩:৪৪

১ম হওয়া শিক্ষার্থীর ফল বাতিল

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সিদাতার মাধ্যমে 'এ' ইউনিটে ১ম হওয়া পরীক্ষার্থী তানভির আহমেদের ফলাফল বাতিল করা হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড.প্রদীপ কুমার পান্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, 'এ' ইউনিটের ৩৯৫৩৪ রোল নম্বরধারী তানভীর আহমেদ নামে একজন দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন। তিনি ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ওই শিফটে প্রথম হয়েছেন।

এর আগে গত ২৬ জুলাই তানভীরের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নামে এক বায়েজিদ খান। পরবর্তীতে বায়েজিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান আদালত।
এছাড়াও ভর্তি পরীক্ষার তিনটি ভিন্ন কেন্দ্র থেকে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছিলো আরো তিন শিক্ষার্থী।

ঢাকা, ০৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ