Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে পরীক্ষা ভালো হয়নি ৫৫ বছরের বেলায়েত শেখের

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ২২:৫৮

বেলায়েত শেখ

উমর ফারুক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত (এক ঘণ্টা) প্রথম শিফটে মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক বিল্ডিংয়ে ৪০৬ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।

এ বয়সে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করা দেখে কৌতূহল তৈরি হল সবার মাঝে। ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ অভিভাবক,সাংবাদিকরা তার সাথে কথা বলেন। আবার অনেকে অদম্য এ মানুষকে পেয়ে মুহূর্তটুকু ফ্রেমবন্দী করে রেখেছেন।

পরীক্ষা শেষে বেলায়েত শেখ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘১৭ দিন ধরে টানা আমি অসুস্থ ছিলাম। এখন কিছুটা পড়াশোনা করেছি। এই বয়সে এটা সাগর পাড়ি দেওয়ার মতো। পরীক্ষা তেমন ভালো হয়নি। মোট ৪৭টা উত্তর করতে পরেছি। দেখা যাক ফলাফল কি আসে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরে খুব ভালো লাগছে।'

তিনি বলেন, 'ছোটবেলা থেকে আমার সাংবাদিকতায় পড়াশোনা করার ইচ্ছে, আমি নিজেও গণমাধ্যমে (দৈনিক করতোয়া) কাজ করছি। তাই এখানে ভর্তি সুযোগ পেলে অবশ্যই সাংবাদিকতা বিভাগে পড়ব। চান্স পাওয়া না পাওয়া তো বড় কিছু না। পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রভোস্ট,শিক্ষকরা অনেক আন্তরিকতা দেখিয়েছেন।'

নিজের হতাশা এবং আক্ষেপের জায়গা থেকে বেলায়েত বলেন, ‘সংসারের হাল ধরতে গিয়ে যেহেতু নিজে পড়তে পারিনি। তাই চেয়েছিলাম ভাইদের লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করবো। কিন্তু সেটাও পারিনি। এরপর নিজের সন্তানদের পড়াতে চেয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রেও হয়েছি ব্যর্থ। বড় ছেলে অনার্সে দুই সেমিস্টারের পর আর পড়েনি। মেয়েটা মেধাবী ছিল। ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। কিন্তু সেটাও পারিনি। পরে নিজের ক্ষোভ থেকেই আমি পড়ালেখা শুরু করি।’

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত হাসেন আলী শেখ ও জয়গন বিবির ছেলে বেলায়েত শেখ। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরতে হয়। এ কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাঁকে। পরে নিজের অসমাপ্ত সেই স্বপ্ন ভাই ও সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু কেউই তাতে সফল হননি। ৫০ বছরে পা দিয়ে তাই অনেকটা জেদ করেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ' ইউনিটে (মানবিক) ভর্তি পরীক্ষায়।

ঢাকা, ২৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ