Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির হল ডাইনিংয়ে খাবারের দাম বাড়ছে, মান নিয়ে আশংকা

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৪:১৫

রাবির হল ডাইনিং

ওমর ফারুক, রাবি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগত মান ঠিক রাখার নিমিত্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসের শুরু থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

খাবারের দাম বাড়ানো হলেও মান না বাড়ার আশংকা করছে আবাসিক হলের শিক্ষার্থীরা। তারা বলছেন, রমজান মাসেও খাবারের মূল্য ৩০টাকা বৃদ্ধি করা হলেও মান বাড়েনি। বর্তমানে যে খাবারের মান রয়েছে এটা একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয় বরং প্রশাসন ভর্তুকি না দিয়ে উল্টো শিক্ষার্থীদের কাছে বিষয়টি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। মূল্য বৃদ্ধি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে চলছে আলোচনা -সমালোচনা। কেউ বলছে খাবারের দাম বাড়ানো হলেও মান বাড়বে না আবার কেউ বলছেন বর্তমানে এত কম টাকায় খাবার পরিবেশন সম্ভব নয়, তবে দাম বাড়লেও যেন খাবারের মান ঠিক থাকে।

সাইফুল ইসলাম সাইফ নামে এক শিক্ষার্থী খাবারের মান বাড়বে না বলে আশংকা প্রকাশ করে ক্যাম্পাসলাইভকে বলেন, খাবারের দাম বাড়ানো হলে, খাবারের মান যে ভালো হবে, এই বিষয়ে প্রশাসন কোন গ্যারান্টি দিতে পারবে না। গত রোজাতে খাবারের দাম ঠিকই বাড়ানো হয়ছিল কিন্তু মান ভালো হয়নি। এর চেয়ে বরং বর্তমান দাম বহাল রাখায় ভালো। প্রশাসন যেন স্টুডেন্টদের ওপর এই বোঝা চাপিয়ে দিয়ে অবিচার না করে।

সাফায়েত হোসেন নামে এক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে জানান, 'দুপুরের খাবারের দাম ২৫ টাকা, রাতের খাবার ২০ টাকা নিয়ে হলেও ভালো, মানসম্মত খাওয়ার দেওয়া হোক। এভাবে প্রতিজনের থেকে ৩ টাকা বেশি নিলে, হলে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীদের থেকে প্রতিদিন ৩০,০০০ টাকা বেশি পাবে। এতে করে খাওয়ারের কোয়ালিটি পরিবর্তন করতে বেশি সমস্যা হবেনা আশাকরি।'

প্রশাসনের কাছে ভর্তুকি দেয়ার দাবি জানিয়ে জিয়া উদ্দিন নামে আরেক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, 'ভর্তুকি দিলেই ত পারে। ৪৬০ কোটি টাকা বাজেট পায় অথচ সামান্য ভর্তুকি দিতে পারেনা! আহ প্রশাসন দাম বাড়ানো মানে শিক্ষার্থীদের বিপদে ফেলা। মান সেম থাকবে গ্যারান্টি। যদি দাম বাড়াতেই হয় তাহলে শিক্ষার্থীদের একটা মনিটরিং টিম রাখতে পারে যারা কিছুদিন পর পর প্রভোস্টের সাথে মান নিয়ে আলোচনা করবে। এতে ডাইনিং চাপে থাকবে মান কমাতে পারবেনা এবং মনিটরিং টিম অবশ্যই যারা রেগুলার ডাইনিং এ খায় তাদের মধ্য হতে নির্বাচন করবে।'

সুব্রত পাল নামে আরেক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, 'যারা ডাইনিং চালায় তাদের আর্থিক অবস্থা ভালো না, জিনিস পত্রের যে দাম তাতে করে তাদের টাও তো দেখতে হবে। ভাত, তরকারি, মাছ/ ডিম/ মুরগী এই টাকায় কঠিন। সেই ক্ষেত্রে ভুর্তুকি সমাধান অথবা দাম বাড়ানো ছাড়া উপায় নেই।'

হলের ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে প্রফেসর ফেরদৌসি মহল ক্যাম্পাসলাইভকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্য আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। সেই হিসেবে এখন দুপুরের খাবার ২৪ টাকার পরিবর্তে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকার পরিবর্তে ২২ টাকা করা হয়েছে। ফলে দুইবেলায় পূর্বের তুলনায় খাবারের দাম ৪ টাকা করে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে শর্ত দেয়া হয়েছে, অবশ্যই খাবারের মান বৃদ্ধি করতে হবে।'

সব হলে খাবারের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে। আগামী মাস থেকে এ দামে খাবার বিক্রি শুরু হবে।

তিনি বলেন, 'ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধির জন্য প্রতিদিন আলাদা খাবারের তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুসারে শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করতে হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর তারেক নূর ক্যাম্পাসলাইভকে বলেন, 'আসলে সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ায় এতো কম টাকায় ডাইনিং চালানো সম্ভব হবে না এমনটা আমাদের জানিয়েছিলো। প্রশাসনের পক্ষ থেকেও ডাইনিংয়ে কিছুটা ভর্তুকি দেয়া হয়। তবে প্রভোস্ট কাউন্সিল সভায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছে আশাকরি শিক্ষার্থীদের সাথে কথা বলেই চূড়ান্ত করা হবে।'

ঢাকা, ২৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ