Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৪:১১

প্রশিক্ষণ কর্মশালা

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘Compliance of BAC Accreditation Standards & Criteria’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আইকিউএসি কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) দুইদিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আবদুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘Accreditation in Higher Education’ I ÔBAC Accreditation Rules and Standards’ শীর্ষক দুটি কারিগরি সেশনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক এস এম কবীর বক্তৃতা দেন। প্রশিক্ষণে 'Compliance of BAC Accreditation Criteria' ও 'Mapping to Assess Preparedness for BAC Accreditation' শীর্ষক অপর দুটি কারিগরি সেশনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদ অধিকর্তাসহ বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন।

ঢাকা, ২১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এসএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ