Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বন্যার্তদের জন্য গান গেয়ে রাবি শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ (ভিডিও)

প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৬:৩৪

গান গেয়ে অর্থ সংগ্রহ

রাবি লাইভ: দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিভাগের শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ শুরু করে। এরপর ক্যাম্পাসের বাহিরে গিয়েও জনবহুল জায়গায় গান গেয়ে তারা অর্থ সংগ্রহ করে।

এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগীত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপন ক্যাম্পাসলাইভকে বলেন, সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি। গতকালও আমরা কাজ করেছি তবে তা ছিল রাজশাহীর সংগীত দল স্বরব্যাঞ্জোর উদ্যোগে। আজ আমরা সংগীত বিভাগের শিক্ষার্থীরা বের হয়েছি অর্থ সংগ্রহ করতে। অর্থ তোলার পর বিদ্যানন্দ ফাউন্ডেশন বা সিলেটে পরিচিত কারো মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক অনিক ক্যাম্পাসলাইভকে জানান, সিলেট-সুনামগঞ্জের লাখ লাখ মানুষের বাড়ি এখন পানির নীচে। অনেক মানুষ গৃহহীন। আমরা যতদিন পারি এভাবে গান গেয়ে টাকা তুলবো। ক্লান্ত না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেঁটে হেঁটে গান গাইব।

অর্থ সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাপড়ি সাহা
ক্যাম্পাসলাইভকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে গান গেয়ে অর্থ সংগ্রহ করা শুরু করেছি। আমাদের উত্তোলিত সকল টাকা আমরা বিশ্বস্ত কোন সংগঠনের হাতে তুলে দিব।

ভিডিও: https://www.facebook.com/Campuslive24/videos/707855783652200

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ