Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি: ধূমপান করতে নিষেধ করায় সাংবাদিককে মারধর

প্রকাশিত: ৩০ মে ২০২২, ২১:১৯

ভুক্তভোগী মো. শাহাবুদ্দিন

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের টিভি কক্ষে ধূমপান করতে নিষেধ করায় এক সাংবাদিককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মো. শাহাবুদ্দিন বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিডি মর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মাদার বখশ হলের টিভি রুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখার সময় কাজল নামে এক ছাত্রলীগ নেতা ধূমপান করছিল। তখন শাহাবুদ্দিন সমস্যা হচ্ছে জানিয়ে বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ করেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে কাজলসহ কয়েকজন মিলে শাহাবুদ্দিনকে মারধর শুরু করেন।

এ বিষয়ে শাহাবুদ্দিন ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমি টিভি রুমে খেলা দেখার সময় তিন চারজন সিগারেট খাচ্ছিলো। আমি তাদের বাহিরে খাওয়ার কথা বললে আমাকে উল্টো জিজ্ঞেস করে কোন ইয়ার। এরপর আমার পাশে বসা একজন গলায় চেপে ধরে। এসময় হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একজন এসে আমাকে থাপ্পর এবং লাথি মারে। এরপর আমার অবস্থা খারাপ হলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রিটমেন্ট নিয়েছি।'

এদিকে এ ঘটনায় হল প্রভোস্টকে জানালেও ঘটনাস্থলে না আসায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা রাত ১২টায় ভিসি বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে প্রো ভিসি প্রফেসর চৌধুরী জাকারিয়া ও প্রফেসর সুলতান-উল-ইসলাম টিপু, প্রক্টর আশাবুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর তারেক নূর, জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত হন। এ সময় তারা আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকরা তিন দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে, আজ বিকেল ৫টার মধ্যে হলের প্রাধ্যক্ষকে বহিষ্কার করা, অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীকে বহিষ্কার করা এবং হলে কোন সাধারণ শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিবে তা পরিষ্কার করা।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড সুলতান- উল-ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমরা তোমাদের কথা শুনলাম। এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আজ অফিসে এলে প্রথম ঘণ্টায় এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দেবেন। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।'

ঢাকা, ৩০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ