Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আন্তর্জাতিক তাইকোয়ান্দো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী রেফারি রাবির চঞ্চল

প্রকাশিত: ২৭ মে ২০২২, ২২:১০

আন্তর্জাতিক তাইকোয়ান্দো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী রেফারি কামরুজ্জামান চঞ্চল

রাবি লাইভ: বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমন্ডলে তাইকোয়ান্দো প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ডেপুটি পরিচালক কামরুজ্জামান চঞ্চল। ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি এ দায়িত্ব পালন করবেন।

আগামী ৩১ মে ভারতের গোয়ায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, কেনিয়া ও বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেবেন। ২ জুন আন্তর্জাতিক এ প্রতিযোগীতার পর্দা নামবে।

প্রথম বাংলাদেশী হিসাবে আন্তর্জাতিক পরিমন্ডলে তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে পরিচালনার দায়িত্ব পাওয়ায় ক্যাম্পাসলাইভের সাথে নিজের অভিমত ব্যক্ত করেন কামরুজ্জামান চঞ্চল।

তিনি বলেন, 'প্রথম বাংলাদেশী হিসেবে রেফরির দায়িত্ব পালন করতে যাচ্ছি এজন্য খুব ভালো লাগছে। ২০০৩ সালে প্রথম স্কলারশিপ কোরিয়ান তাইকোয়ান্দো সেক্টরে আমি অংশ নেই। তারপর ২০০৬ সালে আবারো স্কলারশিপ নিয়ে ৬ মাসের ডিপ্লোমা করেছিলাম। এরপর কোরিয়া ফাউন্ডেশন কর্তৃক ৬ মাসের কোর্স করেছিলাম। আমি যখন কোরিয়াতে পড়াশোনা করেছি তখন শরীরচর্চার ওপর অনার্স,মাস্টার ডিগ্রী চালু ছিলো। তখন আমার মনে হয়েছিলো রাবিতে কেনও আমরা পারবোনা। ওখান থেকে ফিরে এসে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স সাবজেক্ট খোলা হয়। তাইকোয়ান্দো সিলেবাসের অন্তর্ভুক্ত হয়।'

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি ক্যাম্পাসলাইভকে বলেন, 'এটা আগে থেকেই এপ্লিকেশন করতে হয়। আমিও আবেদন করেছিলাম। সেখান থেকে বাছাই করে তারা আমাকে নিয়োগ প্রদান করেছেন। এরপূর্বেও ২০০৩,২০০৬, ২০০৯ সালেও আবেদন করেছিলাম। সে আবেদনের প্রেক্ষিতে কোরিয়ান কোর্স করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আমার এটা ছিলো। আর আমি জাতীয় দলের কোচ ছিলাম, দেশের ন্যাশনাল রেফরি সে সুবাদে আমি সুযোগ পেয়েছি।'

এমন অর্জনে তাঁর অনুভূতির বিষয়ে চঞ্চল বলেন, 'আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগেও থাইল্যান্ডে একটি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছিলো তখন একজন শিক্ষার্থী গিয়েছিল। সে গোল্ড ও রোপ্য পদক পেয়েছিলো। সেসময় রাবির নাম উজ্বল হয়েছিলো। ২০১৭ সালের চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক অর্জন করেছিলো। পৃথিবীতে তাইকোয়ান্দো জগতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ নামটি খুব পরিচিত। আমি মনে করি রাবি থেকে বিভিন্ন স্কলারশিপ, প্রোগ্রামে অংশগ্রহণ করে যা তাইকোয়ান্দোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।'

ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএন//ওএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ