Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবি'র ক্লাস-পরীক্ষা শুরু শনিবার

প্রকাশিত: ১৮ মে ২০২২, ২৩:৫৫

পাবিপ্রবি'র ক্লাস-পরীক্ষা শুরু শনিবার

পাবিপ্রবি লাইভ: ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দীর্ঘ আঠারো দিন পর আগামী শনিবার (২১ মে) খুলছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক ও স্কলারশীপ শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুল মজিদ ক্যাম্পাসলাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল মজিদ ক্যাম্পাসলাইভকে বলেন, 'ঈদ-উল-ফিতরের ৬ দিন ও গ্রীষ্মকালীন ১২ দিনের ছুটি শেষে ১৯ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার (২১ মে) থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম। এদিন থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো শিক্ষাকার্যক্রম শুরু করবে।'

এদিকে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গত শনিবার (১৪ মে) থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

উল্লেখ্য, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটির কারণে গত ১১ এপ্রিল থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।


ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ