Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবি: মধু দিয়ে তৈরি হচ্ছে কম্পিউটারের চিপ! (ভিডিও)

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ০০:৪৯

পাবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান

পাবিপ্রবি লাইভ : এবার মধু দিয়ে তৈরি হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা চিপ। যা কাজ করবে ট্রানজিস্টারের মতো। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘জার্নাল অব ফিজিক্স ডি’ এই তথ্যটি প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের একদল গবেষক এই ধরনের চিপ তৈরিতে কাজ করেছেন। এই দলের প্রধান হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফেং জাও। এই গবেষণায় তার সহযোগী হিসেবে রয়েছে, মেহেদী হাসান তানিম, ব্রেন্ডন সুয়োকা এবং আবদুল্লাহ আল মামুন।

ওই তিন সহযোগীর মধ্যে মেহেদী হাসান বাংলাদেশের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস (ইইই) বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। দ্বিতীয় জন আবদুল্লাহ আল মামুন হচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গবেষকরা অনেকদিন থেকেই কম্পিউটারের চিপ তৈরির জন্য বায়োগ্রিডেবল এবং রিনিউএবল জিনিসের অনুসন্ধান করে আসছেন। সেই অনুসন্ধানের ফলাফল হিসেবেই ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দল মধু দিয়ে কম্পিউটার চিপ তৈরি করার সম্ভাবনার সংবাদ প্রকাশ করেছেন।

মধু থেকে কম্পিউটারের চিপ তৈরির বিষয়টি নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান তানিম বিস্তারিত কথা বলেন ক্যাম্পাসলাইভের সাথে। এই বিষয়ে মেহেদি হাসান তানিম ক্যাম্পাসলাইভকে জানান, ‘এই কম্পিউটার চিপটি হবে মানুষের মস্তিষ্কের নিউরনের মতো। আমাদের মস্তিষ্ক যেমন একই স্থানে (নিউরনে) ডেটা প্রসেসিং এবং ডেটা স্টোর করে, তেমনি এই চিপটিতেও একইসাথে ডেটা প্রসেস এবং ডেটা স্টোর করা যাবে।’

মেহেদী হাসান আরও বলেন, ‘মধুর তৈরি এই চিপের আকৃতি খুবই ছোট যা মাইক্রো ন্যানো স্কেলে তৈরি করা হয়েছে। এর সাইজ হবে প্রায় মানুষের চুলের ১০০০ ভাগের ১ ভাগ। আকারে ছোট কোটি কোটি মধুর যন্ত্রকে একত্রে সংযুক্ত করলে তা হবে নিউরোমর্ফিক সিস্টেম তৈরি করবে। যা মানব মস্তিষ্কের মত কাজ করবে। নিত্যদিন-কার আমাদের ব্যবহার্য কম্পিউটারগুলোতে এই নিউরো মর্ফিক সিস্টেম অত্যন্ত দ্রুত কাজ করতে সক্ষম হবে।’

পাবিপ্রবির শিক্ষার্থী মেহেদী হাসান ক্যাম্পাসলাইভকে আরও বলেন, ‘প্রচলিত চিপ তৈরিতে যে শক্তি খরচ হয় তার চেয়ে অনেক কম শক্তি খরচ হবে। মধু যেহেতু নষ্ট হয়না এবং এর আর্দ্রতার ঘনত্ব খুবই কম তাই এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারেনা। যার কারণে এই চিপগুলো দীর্ঘ সময় ধরে টিকে থাকবে। একইসাথে মধু খুব সহজেই মাটিতে এবং পানিতে মিশে যায় তাই এই ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র পরিবেশের ক্ষতিকারক কোন ধরনের বর্জ্য উৎপাদন করবে না।’

ভিডিও:

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ