Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খাবার ছিনতাইয়ের ঘটনায় ক্ষমা চাইলো রাবি ছাত্রলীগ

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ০৫:৩৩

রাবি লাইভ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে খাবার ছিনতাইয়ের ঘটনায় ক্ষমা চেয়েছে হল ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। গত ২৯ মার্চ এ ঘটনায় অভিযুক্ত হল শাখা ছাত্রলীগ সভাপতি চিরন্তন চন্দ এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম এ ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ প্রফেসর একরামুল ইসলাম।

এ প্রসঙ্গে প্রফেসর একরামুল ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমি তাদেরকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে চেয়েছিলাম। তবে এ ঘটনায় গত ২৯ মার্চ অভিযুক্ত চিরন্তন চন্দ এবং মোমিন ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহযোগে আমার কাছে আসে। তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তীতে এমন কাজ করবে না বলে আমাকে প্রতিশ্রুতি দেয়। এই প্রেক্ষিতে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আশা করি পরবর্তীতে তারা আর এমন কোনো ঘটনা ঘটাবে না।

হল শাখা ছাত্রলীগ সভাপতি চিরন্তন চন্দ ক্যাম্পাসলাইভকে বলেন, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনই সাংঘর্ষিক অবস্থানে যেতে পারে না। আমরা হল প্রাধ্যক্ষকে বলেছি আমাদের কেউ যদি এমনটা করে থাকে তাহলে তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে আবাসিক ছাত্রদের জন্য বরাদ্দকৃত খাবার ছিনিয়ে নিয়ে গিয়েছিলো হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছিলেন প্রভোস্ট প্রফেসর একরামুল ইসলাম।


ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ