Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে এলএলএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রেস জুডিকেটা

প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ০৬:৩১

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এলএলএ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে টীম মেন্স রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টীম রেস জুডিকেটা। আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজনে সাবাস বাংলাদেশ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ইস্টোপেল, মেন্স রিয়া, ন্যাচেরাল জাস্টিস, রেস জুডিকেটা দল। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পায়।

টুর্নামেন্টের ফাইনালে উঠে মেন্স রিয়া ও রেস জুডিকেটা। এদিন জমজমাট এ খেলায় ফার্স্ট হাফে গোল না হলেও সেকেন্ড হাফে রাসেদ বসুনিয়ার গোলে এগিয়ে যায় টীম রেস জুডিকেটা পরবর্তীতে কয়েক মিনিটের মাঝে গোল করে সমতায় ফেরান মেন্স রিয়ার ফুল কুমার চন্দ্র।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে মেন্স রিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় রেস জুডিকেটা দল। টুর্নামেন্টে রানার্সআপ হয় মেন্স রিয়া দল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবিতে) এলএলএ ফুটবল টুর্নামেন্ট

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাসরুর সাকিব সিয়াম, সেরা গোলস্কোরার হয়েছেন সুজন টুডু, সেরা গোলকিপার তাসনিমুল আলম প্রিন্স।

ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক মোঃ রায়সুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম এ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজসহ বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড গোলাম সাব্বির সাত্তার আইন ও ভূমি প্রশাসন বিভাগের খেলাধুলার এমন আয়োজনের প্রশংসা করেছেন সেইসাথে পরবর্তীতে এরকম আয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।


ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ