Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রুয়েটে পছন্দের প্রার্থীদের নিয়োগ না দেয়ায় আ'লীগ নেতার হুমকি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ০২:৩৮

 

রুয়েট লাইভ: পছন্দের প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় রাজশাহী মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ সরকার সেডুর বিরুদ্ধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সেডু তার অনুসারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে নিয়োগ প্রাপ্তদের দেখে নেওয়ার হুমকি দেন বলে জানা যায়। এর আগে রোববার নিয়োগ বোর্ডের সদস্য ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আব্দুল আলিমকে মোবাইল ফোনে হুমকি দেন। তবে হুমকি দেওয়ার বিষয়টি সেডু সরকার অস্বীকার করেন।

জানা যায়, রুয়েটে ২০- ২১ এপ্রিল অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৪ জন ও প্রভাষক পদে ৬ জন শিক্ষক, ডেপুটি রেজিস্ট্রার, উপ- পরিচালক (গবেষণা ও সম্প্রাসারণ), বাজেট অফিসার, সহকারী প্রকৌশলী, জুনিয়র সেকশন অফিসারসহ ৫জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারিসহ ৪ টি ক্যাটাগরিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৮০ তম সিন্ডিকেট সভায় নিয়োগ প্রাপ্তদের তালিকাভুক্ত করা হয়। তবে এখনও নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগে জানা যায়, নিয়োগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার বা তার ভাই বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি ও আওয়মীলীগ নেতা শাহানেওয়াজ সরকার সেডুর কিছু প্রার্থী ছিল। নিয়োগে মূলত লিটনের প্রার্থীদের চাকরী হলেও সেডুর প্রর্থীদের চাকরী না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে এই হুমকি-ধামকি এমন কি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

একপর্যায়ে সোমবার বিশ্ববিদ্যালয় বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের দপ্তরে গিয়ে সেডু ও তার অনুসারীরা হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রুয়েটের কয়েকজন কর্মকর্তা বলেন, সোমবার দুপুরের দিকে রুয়েট অফিসার সমিতির সভাপতি শাহানেওয়াজ সরকার সেডুর নেতৃত্বে কর্মচারি সমিতির সভাপতি মুরাদ ও সেক্রেটারি মানিকসহ তাদের অনুসারীরা এই নিয়োগে পদোন্নতি পাবেন এমন মুফতি মাহমুদ রনি, ডেপুটি রেজিস্ট্রার সদরউদ্দিনের কছে গিয়ে হুমকি প্রদান করে।

এছাড়া হিসাব শাখার প্রধান নাজিম উদ্দিন আহম্মদকে ফোনে হুমকি দয়ে বলে জানা যায়। অভিযোগ আছে তারা কিভাবে চাকুরি চালিয়ে যান সেটা দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। এছাড়া যারা মাস্টার রোলে ছিল বর্তমানে নিয়োগ হতে যাচেছ, তাদের কাছ থেকে  জয়েনিংয়ের জন্যও টাকা চাচ্ছেন তিনি।

এর আগে রোববার একই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও নিয়োগ বোর্ডের সদস্য প্রফেসর ড. আব্দুল আলিমকে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে। এমনকি ঐ শিক্ষককে গালি-গালাজ করেন বলেও জানা যায়।

হুমকি প্রদানের ব্যাপারে জানতে চাইলে প্রফেসর ড. আব্দুল আলিম বলেন, ‘ফোনে কথা বলেছে। তবে সরাসরি তার সাথে কোন ঝামেলা হয়নি।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাহানেওয়াজ সরকার সেডু বলেন, ‘তার সাথে ভালো সম্পর্ক থাকায় ফোনে সিন্ডিকেটে নিয়োগের বিষয়ে কথা হয়েছে। তাবে তার সাথে কোন খারাপ আচারণ করা হয়নি।’ নিয়োগের বিষয় নিয়ে সেডু সরকার বলেন, ‘নিয়োগের নামে প্রশাসন জালিয়াতির আশ্রয় নিয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় নিয়োগ বোর্ড নিয়ম লঙ্গন করে দায়িত্ব পালন করছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক রুয়েটের এক শিক্ষক বলেন, মূলত সেডু সরকার তার ভাই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মদদে এই হুমকি-ধামকি দিচ্ছে।

ঐ শিক্ষক আরো বলেন, মূলত নিয়োগ প্রক্রিয়া নিয়ে হুমকি-ধামকির কারণেই রেজিস্ট্রার স্যার পদত্যাগ করেছে। এজন্য স্থানীয় দলীয় প্রভাবের সমলোচনা করে তিনি বলেন, এখানে মানসিকভাবে নির্যাতন করা হয়, যার কারণে দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব নয়।

এদিকে বিশ্ববিদ্যালয় এক কর্মকর্তা বলেন, সেডু সরকার শিক্ষকসহ বিভিন্ন কর্মকর্তাদের হুমকি-ধামকি দিচ্ছেন। এবং চাকরিতে যোগদানের জন্য যার-তার কাছ থেকে টাকা চাচ্ছেন। এসব বিষয় নিয়ে আমরা রুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা ভিসির স্যারের সাথে দেখা করে মৌখিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।

এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকাতে আছি। এব্যাপারে আমি কিছু জানি না।

সার্বিক বিষয় নিয়ে ভিসি প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ