Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে এম বদরুদ্দীন স্মরণ সভা ও র‌্যালি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৭, ০২:১৪


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম বদরুদ্দীনের মৃত্যুতে স্মরণসভা করেছে রাবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা)।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোক র‌্যালি বের করে তারা।   

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন রুলার প্রধান উপদেষ্টা বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এসএম এমদাদুল হক, রুলার সাবেক সাধারণ সম্পাদক বিচারপতি মোহাম্মদ উল্লাহ, রাবি আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, প্রাক্তন ডিন আ.ফ.ম মহসীন।

রুলার সভাপতি অনুপম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রুলার সাধারণ সম্পাদক মিনহাজুল হক চৌধুরী।


এসময় অতিথিরা ড. এম বদরুদ্দীনের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আইন বিভাগে তার অবদানের কথা উল্লেখ করেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ড. এম বদরুদ্দীন। শুক্রবার বাদ জুমআ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। কর্মজীবনে তিনি আইন বিভাগের সভাপতিসহ দুইবার আইন অনুষদের অধিকর্তার দায়িত্ব পালন করেন।

 

ঢাকা, ২১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ