Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে হলুদ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭, ০১:৫৪


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি কার্যকরী সংসদ নির্বাচন-২০১৭ তে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)। ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির সবকটি পদেই বিজয়ী হয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধি।


রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. রুহুল আমিন ৫৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. ছায়েদুর রহমান পেয়েছেন ৩৯৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ.এন.এম. জাহাঙ্গীর কবীর পেয়েছেন ৩৬৮ ভোট।


বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গগণা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও পপুলেশন সায়েন্স বিভাগের প্রফেসর দিলীপ কুমার মন্ডল। তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জুবেরী ভবনে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৯৭৪জন শিক্ষক ভোট প্রদাণ করেন।


কার্যনির্বাহী পদে বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে আইবিএস-এর পরিচালক প্রফেসর ড. স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ পদে পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের ড. মো. ফারুক শাহ।

আর ১০টি সদস্য পদে বিজয়ীরা হলেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সনজীব কুমার সাহা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পারভীন মাধবী, আইন বিভাগের ড. রফিকুল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জেসমীন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের নূরে আলম সিদ্দিকী, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুল ইসলাম, দর্শন বিভাগের জাহিদুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ড. খাইরুল ইসলাম এবং গণিত বিভাগের প্রফেসর ড. লুৎফর রহমান।

 

ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ