Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭, ২০:০৭


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনের ক্লাবে ভোট গ্রহন চলবে।


নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্যানেলগুলো হলো, মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল), বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)।


হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড.মো. নজরুল ইসলাম, আইবিএসের পরিচালক প্রফেসর ড. স্বরোচিষ সরকার (সহ-সভাপতি), পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গনি (কোষাধ্যক্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমিন (সাধারণ সম্পাদক), নৃবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. ফারুক শাহ (যুগ্ম সম্পাদক)।


সাদা প্যানেল থেকে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. ছায়েদুর রহমান পান্নু (সভাপতি), সমাজকর্ম বিভাগের প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম (সহ-সভাপতি), এগ্রোনমী এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড.মো. আমিনুল হক (কোষাধ্যক্ষ),ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. জাহাঙ্গীর কবীর (সাধারন সম্পাদক), রসায়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. কুদরত-ই- জাহান (যুগ্ম সম্পাদক) পদে নির্বাচন করছেন।


নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে, নির্বাচন কমিশনার প্রফেসর ড. দিলিপ কুমার রায় ক্যাম্পাসলাইভকে বলেন, শিক্ষক সমিতি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


এদিকে নির্বাচন কে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুইটি প্যানেলের প্রার্থীরা বুধবার ক্যাম্পাসে ব্যাপক গণসংযোগ, প্যানেল পরিচিতি, লিফলেট বিতরনের মাধ্যমে প্রচারণা চালায়।

 

ঢাকা, ১৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ