Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরীক্ষা শেষে বাড়ী ফেরা হলো না রাবি শিক্ষার্থীর

প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ০৬:৩৫

রাবি লাইভ: সড়ক দুর্ঘটনায় সোহাগ উর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (২০১৫-১৬ সেশনের) মাস্টার্সের শিক্ষার্থী।

জানা গেছে, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় পৌঁছে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়ক থেকে পাশ্বরাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত ও আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন ক্যাম্পাসলাইভকে বলেন, 'সোহাগ পরীক্ষা শেষ করে বাড়ী (নরসিংদী) ফিরছিলো। ন্যাশনাল ট্রাভেলস পরিবহনে সিরাজগঞ্জ প্যন্ত পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। এখন তার মরদেহ সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সকল প্রক্রিয়া শেষেওর গ্রামের বাড়ীতে মরদেহ নিয়ে যাওয়া হবে।'

তিনি আরো বলেন, 'ছেলেটা মাস্টার্স (২০১৫-১৬) সেশনের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) ছিলো। ওদের পরীক্ষা শেষ হয়েছে ২৭ ডিসেম্বর। পরীক্ষা শেষে বাড়ী ফিরছিল। তার আর মা বাবার কাছে ফেরা হলো না। আমরা গভীর ভাবে শোকাহত।'

ঢাকা, ৩১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ