Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে বক্তারা: ‘জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী, প্রত্যেকেই ঝুঁকিতে’

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ২৩:৩১


রাবি লাইভ: বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ শারিরীক-মানসিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ও তাদেরকে যাঁরা সেবা দিচ্ছেন তাদের প্রত্যেকেই প্রচন্ড রকমের স্বাস্থ্য ঝুকিতে আছেন বলে জানাচ্ছেন মনোবিজ্ঞানীরা।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সেবাদানকারীদের সেবা দিন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এই তথ্য জানান।


বক্তারা জানান, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশের অনুপাতে শারিরীক ও মানসিক রোগীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৬০ লাখ। যাদের অর্ধেক রোগীই পরিচর্যাকারীদের উপর পুরোপুরি নির্ভরশীল। এই শারিরীক-মানসিক রোগীদের সেবাদান কারী হিসাবে দায়িত্ব পালন করছে আরও প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ। এদের প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছে।
বিগত তিন বছরে শারীরিক-মানসিক রোগীদের পরিচর্যাকারী পরিবারের স্বাস্থ্যের অবস্থা পরিমাপ সম্পর্কিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বলে জানান তারা।


স্বাস্থ্য ঝুঁকিতে থাকার কারণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আনওয়ারুল হাসান সুফী বলেন, শারীরিক মানসিক প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ্য, অতিবৃদ্ধ, মানসিক রোগী, মাদকাসক্ত এই  ৫ ধরনের মানুষের জন্য দেশে সেবাদানকারী আছেন। যারা এই শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের দেখাশুনা করছেন তাদের প্রত্যেকেই বিভিন্ন মাত্রার শারীরিক, মানসিক ও সামাজিক চাপ সহ্য করতে হয়। অন্যকে সেবা দিতে গিয়ে তারা নিজেদের প্রতি যতেœর কথা ভুলে যান। নিজের শারীরিক অবনতির ব্যাপারে কোন খোজ রাখেন না বলেও জানান তিনি। এছাড়া শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে এই ঝুকি বেশি বলে তিনি জানান।


তবে বক্তারা জানান এই ঝুঁকি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেমিনারে পরিচর্যাকারীদের নিজের প্রতি যত্মশীল হওয়ার প্রতি আহ্বান জানিয়ে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. অঞ্জনা ভট্টাচার্য বলেন, মানসিক রোগীদের পরিচর্যা কারীদের নিজের প্রতি যত্মশীল ও সচেতন হবে। যত পারা যায় হাসি খুশি স্বাচ্ছন্দ্যসই থাকার কথা বলেন তিনি। এছাড়া এই পরিচর্যাকারীদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।


প্রকাশ্য ও অপ্রকাশ্য এসব মানসিক চাপে যেন পরিচর্যাকারীরা নিজেরাই মানসিক রোগী না হন সে বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সেবাদানকারীদের সেবা দিন’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. অঞ্জনা ভট্টাচার্য এবং রাবির মনোবিজ্ঞান বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর তানজির আহমেদ তুষার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মোট ৪ টি প্রবন্ধ উপস্থাপিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর নাজমা আফরোজ।

 

ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ