Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন সনৎ কুমার সাহা

প্রকাশিত: ১৩ ডিসেম্বার ২০২১, ০১:২৫

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাদিকুল ইসলাম সাগর জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় প্রফেসর সনৎ কুমার সাহাকে ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদে মনোনীত করা হয়। বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক প্রফেসর সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু করা হয়েছে। প্রথম ব্যক্তি হিসাবে প্রফেসর সনৎ কুমার সাহাই ওই পদে মনোনীত হয়েছেন।

ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ