Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে “সেবাকারীদের সেবা দিন” আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ০৪:২৩

 

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সেবাকারীদের সেবা দিন’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার (আজ) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষেএক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের প্রফেসর ড. আনওয়ারুল হাসান সুফি।

এসময় ড. আনওয়ারুল হাসান সুফি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।

সকাল সাড়ে ১০ টা থেকে শুরু করে দুইঘন্টাব্যাপী এ সেমিনারে আলোচনা করবেন ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. অঞ্জনা শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ও নাসিরুল্লাহ্ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক কামাল উদ্দিন আহমেদ, রাবির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার এবং একই বিভাগের প্রফেসর ড. আনওয়ারুল হাসান সুফি।

রাবির মনোবিজ্ঞান বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাসিরুল্লাহ্ সাইকোথেরাপি ইউনিটের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। মানসিকভাবে অসুস্থদের সমস্যা সমাধানে অনুষ্ঠেয় সেমিনার সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. সাবিনা সুলতানা, সিভার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাসিরুল্লাহ্ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক সহকারী অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ।

 

ঢাকা, ১২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ