Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির বর্ষবরণে মূল মোটিফ গিরিগিটি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭, ০১:১৬


মনিরুল ইসলাম নাঈম, রাবি লাইভ: নববর্ষকে বরণ করার জন্য আগ্রহের শেষ নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা  হয়েছে। তবে অন্যান্য বারে ন্যায় এবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিন্ন  মাত্রায়।

মঙ্গল শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরতে তৈরি করা হয়েছে প্রধান মোটিফ ‘বর্ণচোরা’ (গিরগিটি)। আর সাথে থাকছে অশুভ শক্তি দূর কারার প্রত্যায় নিয়ে আটটি পাখা। ১০০ থেকে ১৫০ টি বিভিন্ন ধরনের মুখোশ। বাঙ্গালী ঐতিহ্য কে বহন করবে পালকী, নৌকা, আর বাইসকোপ।


তবে শোভাযাত্রার  মূল মোটিফ গিরগিটি কেন ? এ বিষয়ে জানতে চাইলে পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আমিরুল মোমেনীন চৌধুরী ক্যাম্পাসলাইভকে বলেন, গিরগিটি যখন খাদ্য আহরণ করে তখন সে যে কোন প্রাণীর রুপ ধারন করে। বর্তমান সমাজে আমরা লক্ষ করি যে মানুষ নিজের স্বার্থে নিজের রুপকে পরিবর্তন করে। তাই ‘ছোট এই প্রাণীটির মাধ্যমে সমাজে অবস্থিত মানুষের মাঝে বিভিন্ন চারিত্রিক বিষয়াবলী ফুটিয়ে তুলার জন্য এই আয়োজন।’


অতীত জীর্ণতাকে ভুলে নতুন সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


এছাড়াও  বাংলা, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, দর্শন, নাট্যকলা ও সঙ্গীত, ভূ-তত্ব ও খনি বিদ্যা, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মার্কেটিং, নৃ-বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, লোক প্রশাসনসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মধ্যে মঙ্গল শেভাযাত্রা, বাঙালী ঐতিহ্যবাহী খাবার পন্তা-ইলিশ ও সংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে আঁকা হয়েছে আল্পনা। যেন চিরচেনা সবুজ মতিহার বৈশাখকে বরণ করতে নতুন সাঁজে সেঁজেছে ।


প্রতি বছরের ন্যায় এবারো বর্ষবরণের মূল আয়োজন থাকছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে কেন্দ্র করে। বিভাগটি তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে।


‘দিব্য প্রাণে লাগুক দোলা, নববর্ষের রঙে রঙে’ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ৮টায় উদ্বোধনী সঙ্গীতনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। এছাড়াও অনুষ্ঠানের মধ্যে আরো রয়েছে, সকাল সাড়ে ৮ টায় উদ্ধোধনী অনুষ্ঠান, ৯ টায় চারুকলা বিভাগের সামনে থেকে রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে রয়েছে সমবেত সঙ্গীত,লোক সঙ্গীত, বাউল সঙ্গীত, নিত্য,হরবোলা,অভিনয় ও ফ্যাশানশো।


অনুষ্ঠানের বাকি দুই দিন রয়েছে আবৃত্তি-সুন্দরম, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল বাউল গান, স্বননের অবৃত্তি, গাম্ভীরা,  যাত্রানুষ্ঠান ইত্যাদি।


এ ব্যাপারে চিত্রকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছানারুল ইসলাম ও হুসনেয়ারা কলি ক্যাম্পাসলাইভকে বলেন, বর্ষবরণ উপলক্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বাড়তি অনুভূতি কাজ করে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যেমে বাঙালীর কৃষ্টি কালচার জাতির সামনে তুলে ধরতে চাই।


রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘পহেলা বৈশাখে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রলবডীর সদস্যরা সর্বদা ক্যাম্পাসের করবে’।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মজিবুল হক আজাদ ক্যাম্পাসলাইভকে বলেন, অন্যান্যবারের ন্যায় এবারো বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। ক্যাম্পােেস যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে। আর ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য বিকেল ৫ টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানান তিনি।

 

ঢাকা, ১১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ