Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি ক্যাম্পাসের পাশে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২০ নভেম্বার ২০২১, ০৭:১৭

রাবি লাইভ: রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র ট্রেনের নিচে কাটা পড়ে রাজশাহী কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কলেজছাত্রের নাম আসাদুল ইসলাম (২০)। সে রাজশাহী কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

রেললাইনে দায়িত্বরত গার্ডরা জানান, ট্রেন আসার পূর্বেই ছেলেটি রেল লাইনে বসে ছিলো। তাকে অনেকবার মানা করা সত্বেও সে সরে যায়নি। পরবর্তীতে যখন ট্রেনটি যাওয়ার পর ছেলেটির দেহ দ্বিখণ্ডিত হয়ে দু'পাশে পরে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শবর্তী রেল ক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়ে। এতে তিনি কাটা পড়ে দ্বিখন্ড হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা, ১৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ