Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিশু সন্তান নিয়ে ক্লাসে রাবি ছাত্রী, কোলে নিয়ে ক্লাস নিলেন শিক্ষক

প্রকাশিত: ১২ নভেম্বার ২০২১, ০৭:০৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর শিশু সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন আইন বিভাগের প্রফেসর মো. আনিসুর রহমান নামের এক শিক্ষক। বৃহস্পতিবার (১১নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় এক ছাত্রীর কন্যা সন্তানকে কোলে তুলে নেন ওই প্রফেসর।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশু সন্তানকে কোলে নিয়ে তার মা ক্লাসের পাঠে মনোযোগ দিতে পারছিল না। এ সময় শিক্ষক ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস শুরু করেন।

শিশুটিকে কোলে নিয়ে ক্লাস করানোর ছবিটি "রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার" ফেসবুক গ্রুপে পোস্ট করেন এর.আর মুন নামে এক শিক্ষার্থী।

পোস্টে উল্লেখ করে তিনি বলেন, 'দেড় বছরের বেশি সময় পরে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। আইন বিভাগের মাস্টার্সের একাধিক ছাত্রী সন্তানসহ ক্লাসে এসেছিলেন। তাদেরই একজনকে কোলে তুলে ক্লাস নেন প্রফেসর ড. আনিসুর রহমান স্যার। শান্তশিষ্ট বাচ্চাটিও দীর্ঘক্ষণ অবাক হয়ে স্যারের কোলে বসে থাকে।"

এরই মধ্যে শিক্ষকের পাঠদানের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেইসাথে প্রশংসায় ভাসছেন ওই শিক্ষক।

আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা ক্যাম্পাসলাইভকে জানান, করোনা ভাইরাসের দীর্ঘ বন্ধের সময় অনেক ছাত্রীর বিয়ে হয়ে যায়। এরমধ্যে কয়েকজন সন্তানের জননীও হয়েছেন। তেমনই একজন হলেন মাস্টার্সের শিক্ষার্থী মারুফা তাসনিম। বৃহস্পতিবার দুপুরে 'প্রাইভেট ইন্টারন্যাশনাল ল' কোর্সের ক্লাস করতে সন্তানকে নিয়ে আসেন তিনি। ছোট শিশুটি বারবার নড়াচড়া করলে মনোযোগ বিচ্ছিন্ন হয় ওই ছাত্রীর। এসময় শিশুকে কোলে নিয়েই পাঠদান চলমান রাখেন ওই প্রফেসর।

এ বিষয়ে প্রফেসর আনিসুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, 'ছবিটি যে ফেসবুকে ছড়িয়ে গেছে তা আমার জানা নেই। আজ আমার ক্লাসে তিন জন ছাত্রী সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। এরমধ্যে প্রথম বেঞ্চে বসা ওই শিক্ষার্থীর সন্তান আমার দিকে বারবার আসতে চাচ্ছিল। এতে শিক্ষার্থীর মনযোগ কিছুটা বিঘ্ন ঘটে। ফলে আমি নিজে তার সন্তানকে কোলে নিয়ে ক্লাস চলমান রাখি।

এসময় তিনি আরো বলেন, করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যে ক্লাসে আসছে এটি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আশা করি সশরীরে আমরা দ্রুত সব ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে পারব। এতে শিক্ষার্থীদের করোনাকালীন সময়ের যে ক্ষতি হয়েছে সেটি কিছুটা কমবে।'

ঢাকা, ১১ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ