Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সংবর্ধনা পাচ্ছেন রাবি প্রফেসর নকীব

প্রকাশিত: ১১ নভেম্বার ২০২১, ০৮:১৬

রাবি লাইভ: বিশ্ব বিজ্ঞান একাডেমি 'The World Academy of Sciences' (TWAS) এর সদস্যপদ পাওয়ায় পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. সালেহ্ হাসান নকিব। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগের আহমেদ হোসেন গ্যালারীতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মো. সুলতান উল- ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনিই প্রথম বিশ্ব বিজ্ঞান একাডেমির সদস্যপদ লাভ করেছেন। এরপূর্বে দেশের দু'জন পদার্থবিজ্ঞানী প্রফেসর শমসের আলী এবং সদ্য প্রয়াত প্রফেসর হারুন অর রশিদ সদস্য পদ লাভ করেছিলেন।

উল্লেখ্য, TWAS হল একটি যোগ্যতা-ভিত্তিক বিজ্ঞান একাডেমি, যা উন্নয়নশীল দেশগুলিতে বিজ্ঞানের সেরা প্রতিনিধিত্ব করে। TWAS সদস্য হিসেবে নির্বাচনের প্রধান মাপকাঠি হল বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব। শুধুমাত্র সেইসব বিজ্ঞানী যারা সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করেছেন এবং বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা ফেলো হিসেবে সদস্যপদ জীবনের জন্য মনোনীত হতে পারে।

ঢাকা, ১০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ