Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করার দাবি

প্রকাশিত: ৮ নভেম্বার ২০২১, ০৮:১৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার নেতৃবৃন্দরা। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বরাবর এ দাবি জানানো হয়। ভিসির অনুপস্থিতিতে প্রো-ভিসি প্রফেসর সুলতান উল-ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, 'স্বাস্থ্যসেবা পাওয়া অধিকার প্রত্যেকটি মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার। কিন্তু যে কারণেই হোক ব্যক্তির আর্থিক অভাব এবং রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে ব্যক্তি তার প্রয়োজনে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যাদের অধিকাংশ-ই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে আর্থিক সাহায্যের আকুতি দেখি যা আমাদেরকে ব্যথিত করে। কিন্তু "গোষ্ঠী স্বাস্থ্যবীমা" পলিসি যা বর্তমানে দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং যার মাধ্যমে সংকটকালীন সময়ে ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা পেতে আর্থিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের শিক্ষার্থীদের এই গোষ্ঠী স্বাস্থ্যবীমা আওতায় এনেছেন। ঢাবিতে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়ামে প্রায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা স্বাস্থ্যসেবা পেতে পারি প্রতিটা শিক্ষার্থী। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি রাবি প্রশাসন এই দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাবি শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে স্বাস্থ্য বীমা চালুর জন্য আকুল দাবি জানাচ্ছি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর তারেক নূর ক্যাম্পাসলাইভকে বলেন,' আমরা এ বিষয়টা খোঁজ খবর নিচ্ছি। কিভাবে এটা করা যায়। শিক্ষার্থীরা যাতে মেডিকেল সার্পোট পায় এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাস্থ্যবীমার আতয়ার আনার ব্যাপারে খোঁজ খবর রাখছে।'

প্রো-ভিসি প্রফেসর সুলতান উল-ইসলাম বলেন,' স্বাস্থ্যবীমার বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভাবা হচ্ছে। এটা খুব ভাল উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে করেছে সে ব্যাপারে খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নিব।'

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব নিয়মিত শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমা ও জীবনবীমা প্রকল্পের আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বীমার আওতায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বার্ষিক মাত্র ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে এখন থেকে শিক্ষার্থীরা তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ