Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি: ‘র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই’

প্রকাশিত: ৮ নভেম্বার ২০২১, ০৪:৩৫

রাবি লাইভ: র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসে দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার দুপুর ২১টায় র‍্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা নিশ্চয়তা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং নেই। তারপরও এমন ঘটনা ঘটলো। আমরা এ ঘটনার বিচার চাই। আমরা র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই।

মানববন্ধনে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানববন্ধনে অংশ নেওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও বাধা দেওয়া হচ্ছে। এমনকি মানববন্ধন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘র‍্যাগিংয়ের সুষ্ঠু বিচার চাই’, ‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই’, ‘শারীরিক ও মানসিক নির্যাতনের রিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ নভেম্বর) শহীদ শামসুজ্জোহা হলের ছাদে র‍্যাগিংয়ের নামে রাতভর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামি এম সাজিদ। নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ