Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ডীনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ১৩ শিক্ষার্থী

প্রকাশিত: ১ নভেম্বার ২০২১, ০৯:০৪

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী ১৩ শিক্ষার্থীকে ডীনস অ্যাওয়ার্ড (২০১৯) প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১২টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার কৃতী শিক্ষার্থীদের এ পুরস্কারে ভূষিত করেন।

ডীনস অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

এবার ডীন্স অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন মোসা. লায়লাতুন নাহার (দর্শন বিভাগ), আহমেদ সাগর হোসেন (ইতিহাস বিভাগ), নূর আল নাফিস (ইংরেজি বিভাগ), মোছা. আফরিন বানু (বাংলা বিভাগ), আতকিয়া ফাহমিদা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আবু বকর সিদ্দিক (আরবী বিভাগ), শহীদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সমরেন্দ্র নাথ দাস (সঙ্গীত বিভাগ), রাহাত ইসলাম হৃদয়, তানভীন নাফিসা মীম (নাট্যকলা বিভাগ), মো. ইকবাল হোসেন (ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগ), অলিভা আক্তার (সংস্কৃত বিভাগ) ও রাবেয়া আক্তার (উর্দু বিভাগ)। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে পদক, ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা প্রদান করা হয়।

ডীনস অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক, ছাত্র-উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান,বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় সভাপতি উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ