Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষার্থীর উদ্যোগে ১০ টাকার রাইড শেয়ারিং সেবা

প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২১, ০৭:১৫

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যক্তি উদ্যোগে রাইড শেয়ারিং সেবা চালু করেছেন এক শিক্ষার্থী। বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ওই শিক্ষার্থীর নাম আব্দুল আহাদ। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা দেবেন বলে জানান তিনি।

উদ্যোক্তা আহাদ ক্যাম্পাস লাইভকে জানান, ‘রাইড শুরুর পাঁচ মিনিট আগে ফোন বা এসএমএস এর মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান জানাতে হবে। তারপর পাঁচ মিনিটের মাথায় রাইড চলে যাবে আপনার লোকেশনে এবং পৌঁছে দেবে গন্তব্যে। ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোন স্থানে যেতে আপনাকে মাত্র ১০ টাকা রাইড চার্জ পরিশোধ করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। তবে অন্যকিছু করতে গেলে এতে আমার পড়াশোনা কন্টিনিউ করতে সমস্যা পড়তে হবে। তারপর ভাবলাম যেহেতু আমার একটি বাইক আছে সেটাকে কাজে লাগাতে পারি। নিজের দক্ষতা এবং আত্মনির্ভরশীল হওয়ার চিন্তা থেকেই রাইড শেয়ারিং করার পরিকল্পনা হাতে নিয়েছি। এতে আমার যেমন আর্থিক সুবিধা হবে, অপর দিকে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পাই- তাহলে এ সেবাকে আমি অ্যাপের আওতায় নিয়ে আসব এবং রাইডের জন্য মোটরসাইকেলও বৃদ্ধি করব।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'রাইড শেয়ারিং নিয়ে আমার পরিকল্পনা রয়েছে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতা থাকে সেবাটাকে বৃহৎ পরিসরে বৃদ্ধি করতে পারব।'

রাইড শেয়ারিং চালু করার বিষয়ে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার' গ্রুপে উদ্যোক্তা নিজেই পোস্ট করলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। সেইসাথে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক নাজমুল হুদা নামে শিক্ষার্থী উৎসাহ জানিয়ে পোস্টেের মন্তব্যে বলেন, 'রাইড শেয়ারিং সেবা চালু করেন, এতে আমরা সুবিধা পাবো। এটি সাহসী উদ্যোগ।'

শিক্ষার্থী রাফিউল আলম রাফি বলেন,'খুব ই সাহসী উদ্যোগ...আর দারুন ভাবে উপকৃত হবে ক্যাম্পাসের সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা... একদিন ক্যাম্পাসে এলে তোমার রাইড ইউজ করবো ইনশাআল্লাহ।'

এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, 'ক্যাম্পাসে শিক্ষার্থীদের সেবার উদ্দেশ্যে এটি চালু করলে অবশ্যই ভালো। তবে রাইড শেয়ারিং চালু করলে তাকে প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে।'

রাইড নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আব্দুল আহাদের সঙ্গে। মোবাইল: ০১৭৮৪৯৫১১১৭।

ঢাকা, ২৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ