Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টিকা পাচ্ছেনা রাবির বিদেশী শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০২১, ০৪:২২

রাবি লাইভ: করোনায় সংক্রামনের কারণে দীর্ঘ দেড় বছরের অধিক সময় বন্ধ থাকার পর গত ২১ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। খুলে দেয়া হয়েছে আবাসিক হল গুলোও।

এদিকে অন্তত একডোজ টিকা না নিলে ক্লাস ও হলে অবস্থান করতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে শতভাগ শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে ক্যাম্পাসেই বুথ স্থাপন করে গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। যেখানে অল্প সময়ে সহজ প্রক্রিয়া মধ্যে দিয়ে টিকার ১ম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ও মাস্টার্স মিলিয়ে টোটাল প্রায় ৬৬ জন বিদেশী শিক্ষার্থীরা রয়েছে। যারা এখনো টিকা আবেদন করেতে পারেননি। তবে অনেকেই নিজেদের দেশ থেকে টিকা নিয়ে বাংলাদেশে এসেছেন। বাকীরা টিকা না নিয়েই ক্লাস করছে এসব শিক্ষার্থীরা। এতে করে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে।

রাবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থী নবীন দাশ ক্যাম্পাসলাইভকে বলেন,' আমরা টিকা পাইনি। আমাদের দ্রুত টিকার ব্যবস্থা করলে ভালো হবে।'

এ বিষয়ে শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টান্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর ড. মো. আশাদুল ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমরা বিদেশী শিক্ষার্থীদের টিকা নেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে অবহিত করেছি। আমরা লিস্ট ও পাঠিয়েছিলাম সে লিস্ট ইউজিসিতে পাঠানো হলেও কোন রিপ্লাই আসনি। এখানে সাধারণ শিক্ষার্থীরা এনআইডি না থাকলেও জন্ম সনদ দিয়েও নিবন্ধন করে টিকা নিচ্ছে কিন্তু বিদেশি স্টুডেন্টদের টিকা আওতায় আনার কোন প্রক্রিয়া শুরু হয়নি। এতক করে তারা ঝুঁকি নিয়েই ক্লাস করছে। তারা বাহিরে মানুষের সাথে মিশেছে। অতিদ্রুত তাদের টিকার আওতায় আনার ব্যবস্থা করা দরকার।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড আজিজুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, 'আসলে এটা নিয়ে জরুরী পদক্ষেপ নেয়া দরকার। ইউজিসি ও মিনিস্ট্রিতে তথ্য পাঠানো ফরমাল যে ওয়ে আছে সেটা করা যায়নি এটা সমস্যা হয়ে আছে। অনুমোদন এখনো পাইনি। কারণ রেজিষ্ট্রেশন ছাড়া ত টিকা দেয়া যাচ্ছে না তারাও নিবন্ধন করতে পারছে না। ওদের মিনিস্ট্রি থেকেও কোন পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ সরকারের কতগুলো ভিসা ক্যাটাগরি আছে তারমধ্যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অনুমতি দেয়নি। অন্যান্য ক্যাটাগরিতে যারা আছে ওয়ার্কার বা অন্য কোন কাজে আছে তারা নিতে পারতেছে কিন্তু স্টুডেন্টরা নিতে পারছেনা।'

প্রো-ভিসি প্রফেসর সুলতান উল- ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, 'আমরা এ বিষয়টা নিয়ে সরাসরি সরকারের সাথে যোগাযোগ করতেছি। বিদেশী শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ে টিকা নিতে পারে সে ব্যবস্থা করব।'


ঢাকা, ২৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ