Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যথাযোগ্য মর্যাদায় রাবিতে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ২১:৫৪



রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেখানে তাঁরা অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন। প্রশাসনের পর সেখানে শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের  পক্ষ থেকেও  পুষ্পস্তবক অর্পণ করা হয়।


ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ, অন্যান্য পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় স্কুলে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শেখ রাসেল মডেল স্কুলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দেশাত্ববোধক গান ও মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নাটক ‘ফিরিয়ে দেই স্বাধীনতা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। সেখানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এদিকে একই সময় রাবি অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমাণ্ডের আলোচনা সভার আয়োজন করে।


সকাল সাড়ে ৯টায় সাবাস বাংলাদেশ চত্বর থেকে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জারদের শোভাযাত্রা বের করা হয়। বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।


এছাড়াও অনুষ্টানের মধ্যে আরো রয়েছে বিকেল সাড়ে ৩ টায় সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ এবং সাড়ে ৪টায় ছাত্রদের প্রীতি ফুটবল ও ছাত্রীদের প্রীতি হ্যান্ডবল/ভলিবল খেলা।


বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ফুটবল ম্যাচ। এদিন বিকেল সাড়ে  ৫টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।


দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও হল মসজিদসমূহে বিশেষ মোনাজাত, সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান।


এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোল রাখা ছিল।  

 

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ