Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘বিশ্ববিদ্যালয়ে সব মতের চর্চা হতে হবে’

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ০৩:২৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের দুই দিনব্যাপী ৭ম সম্মেলন শুরু হয়েছে।


শুক্রবার দুপুরে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক এবং রাবি শাখার ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল এ সম্মেলনের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব মোসাদ্দেক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব মতের চর্চা হতে হবে। সেটা যদি সরকারবিরোধী হয় সেটারও চর্চা থাকবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক বাধার কারণে সেটা হচ্ছে না। যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।’


রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল, সাবেক সভাপতি মিনহাজুল আবেদিন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন নন্দী, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ অন্তর প্রমুখ।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ